পৃষ্ঠাসমূহ

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

বাংলাদেশকে মিগ-৩৫ এর প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া


বাংলাদেশকে মিগ্ ৩৫ এর প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। গত ৪ নভেম্বর বাংলাদেশের সবচে প্রভাবশালী সমর সংবাদ দাতা ওয়েবসাইট, বিডি মিলিটারি ডট কম এই খবর জানিয়েছে। সংবাদটিতে বলা হয়েছে বাংলাদেশকে ৪+ জেনারেশনের মিগ্ ৩৫ মাল্টিরোল যুদ্ধবিমানের টোট বা প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। উক্ত প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে, বাংলাদেশের বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারে মিগ্ ৩৫ বিমানের এসেম্বিল, কিছু যন্ত্রপাতি দেশীয় ভাবে প্রস্তুতের সহায়তা, বিমানটির মেইনটেনেন্স এবং দেশেই প্রোডাকশন লাইন তৈরির প্রযুক্তি ও দেওয়া হতে পারে। এই প্রস্তাবটিকে, বাংলাদেশের বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারে যে বিমান তৈরির প্রচেষ্টা চলছে, সেটা খুব দ্রুত এগিয়ে নেওয়ার একটা সুযোগ বলেই দেখছেন অনেকেই। কিন্তু বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারকে মিগ্ ৩৫ এর মতো জটিল প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে কাজ করার  সক্ষমতা অর্জন বা ওই মাপের জনবল তৈরী করা একটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও মন্ত্যব্য রয়েছে। যদিও প্রস্তাবটির জন্য বাংলাদেশকে কি কি শর্তে রাজি হতে হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো উল্লেখ করা হয়নি। তবে বাংলাদেশ যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তৈরী হবে মিগ্ ৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks For Your Comment!!!