পৃষ্ঠাসমূহ

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭


**বাংলাদেশে তৈরী অত্যাধুনিক এসল্ট রাইফেল হেকলর এন্ড কোচ জি-৩***
হেকলর এন্ড কোচ জি-৩ বিশ্ব বিখ্যাত এসল্ট রাইফেল নির্মাতা প্রতিষ্ঠান হেকলর এন্ড কোচ এর তৈরি অতন্ত কার্যকরী একটি রাইফেল।এই রাইফেলটি মূলত একটি জার্মান এসল্ট রাইফেল, যা কিনা স্নাইপার রাইফেলের মতো ব্যবহার করা সম্ভব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পশ্চিম জার্মানিতে এই রাইফেল তৈরী করা হয়। রাইফেলটি দুই ধরণের হয়ে থাকে, যার একটি সেমি অটোমেটিক জি-৩ এ-৩, এবং উন্নতি সম্পূর্ণ অটোমেটিক জি-৩ এ-৪ ভার্সন।
এতে স্নাইপারের মতো দূর থেকে সর্ট নেওয়ার জন্য টেলিস্ক্প এবং রাতের বেলা স্পেশাল অপারেশন পরিচালনা করার জন্য নাইট ভিশন টুলস যোগ করা যায়।
তাছাড়া এতে সয়ংক্রিয় ভাবে গ্রেনেড ছোড়ার জন্য গ্রেনেডলান্চার যুক্ত করার সুবিধাও রয়েছে।
জি-৩ এ-৩ ভার্সনের রাইফেলটির ওজন মাত্র ৪.৪ কেজি এবং এ-৪ এর ওজন ৪.৭ কিজি, কম ওজন হওয়ায় সেনারা যুদ্ধক্ষেত্রে খুব সহজেই রাইফেলটি বহন করতে পারে।
এতে ব্যাবহার করা হয়েছে ৭.৬২ মি.মি. ন্যাটোস্ট্যান্ডার্ড বুলেট যা অধিক শক্তিশালী ও ভেদন ক্ষমতা যুক্ত।
এই রাইফেল থেকে ছোড়া বুলেটের সর্বোচ্চ কার্যকরী দুরত্ব প্রায় ৫০০ মিটার অর্থাৎ আধা কিলোমিটার।
রাইফেলটি প্রতি মিনিটে ৫০০-৬০০রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।
জি-৩ এ-৩ রাইফেলটিতে ২০ রাউন্ড গুলির একটি বক্স যুক্ত থাকে, এবং এ-৪ রাইফেলটিতে থাকে ৩০ রাউন্ড।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) জার্মানির প্রযুক্তি সহায়তায় দীর্ঘদিন ধরেই জি-৩ রাইফেলটির এই দুটি ভার্সনই উৎপাদন করে আসছে। যা বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ব্যবহার করছে। আবার অস্ত্র রপ্তানি শুরু হলে এই অস্ত্রটি রপ্তানি করা হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks For Your Comment!!!