পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

সিঙ্গাপুর সেনাবাহিনী কতটুকু শক্তিশালী


সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। ছোট আয়তনের এই দেশটির খ্যাতি বিশ্বজোড়া। শক্তিশালী এই অর্থনীতির দেশটির সেনাবাহিনীর শক্তিও কম নয়। আমাদের আজকের ভিডিওতে দেখাবো এই দেশের শক্তি সম্পর্কে।
**দেশটির মোট আয়তন মাত্র ৭১৯ বর্গ কিলোমিটার যা আমাদের বস মাশরাফির নড়াইল জেলার সমান।
**দেশটির মোট জনসংখ্যা প্রায় ৫৬ লক্ষ।
**এই জনসংখ্যার গড় মাসিক ইনকাম বাংলাদেশী টাকাই প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা।
চলুন জেনে নেই এই দেশটির সামরিক শক্তির বর্তমান অবস্থা।
**সিঙ্গাপুর সামরিক বাহিনীতে মোট সদস্যের সংখ্যা প্রায় ৭২ হাজার এবং রিজার্ভ ফোর্স রয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৫০০ জন।
**এই বাহিনীতে সর্বমোট ব্যাটেল ট্যাঙ্ক আছে ১৯৬ টি।
**সিঙ্গাপুর সেনাবাহিনীতে এপিছি বা আর্মড ফাইটিং ভেহিকেল রয়েছে ২,১৯২ টি।
**এই বাহিনীতে সেলফ প্রোপেল্ড আর্টিলারি আছে ৪৮ টি।
**দেশটির গোলন্দাজ বাহিনীতে থাওয়েড আর্টিলারি আছে ২৬২ টি।
**এছাড়া সিঙ্গাপুর সেনাবাহিনীতে বিভিন্ন প্রকার সর্বমোট ১৮ টি রকেট লঞ্চার রয়েছে।
চলুন এবার দেখা যাক সিঙ্গাপুর বিমান বাহিনীতে কি পরিমান যুদ্ধ বিমান আছে।
**এই বিমান বাহিনীতে সর্বমোট বিমান আছে ২২৬ টি যাদের মধ্যে ফাইটার বিমান ৯২ টি। এবং ১১৯ টি এট্যাক এয়ারক্র্যাফট রয়েছে সিঙ্গাপুর বিমান বাহিনীতে।
**এই বাহিনীতে সর্বমোট ৬৩ টি পরিবহন বিমান রয়েছে।
**পাইলটদের প্রশিক্ষণ দিতে এই বাহিনীতে আছে ৩৬ টি প্রশিক্ষণ বিমান।
**সর্বমোট ৭৬ টি হেলিকপ্টার আছে সিঙ্গাপুর বিমান বাহিনীতে। যাদের মধ্যে ১৭ টি এট্যাক হেলিকপ্টার।
এবার দেখা যাক কি কি যুদ্ধজাহাজ রয়েছে সিঙ্গাপুর নৌবাহিনীতে।
**সিঙ্গাপুরের সর্বমোট ১৯৩ কিলোমিটার কোস্টলাইন আছে যা বাংলাদেশের কোস্টলাইনের ৩ ভাগের ১ ভাগ।
**আর এই সুমুদ্রসীমা পাহারা দিতে সিঙ্গাপুর নৌবাহিনীতে রয়েছে ৪০ টি যুদ্ধজাহাজ।
**যেগুলোর মধ্যে ৬ টি ফ্রিগেট, ৬ টি করভেট, ৬ টি সাবমেরিন, ১১ টি পেট্রল ক্র্যাফট এবং ২ মাইন্ ওয়ারফেয়ার ভেসেল।

*****এই ছিল সিঙ্গাপুরের সামরিক বাহিনীর সক্ষমতা।*****

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks For Your Comment!!!